রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ ২৩টি পদের মধ্যে ২০টিতে জয় লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে ৫ জনের ভিতরে ৩ জন ও হল সংসদে ২৫৫ পদের ২৩৪টিতেই বিপুল ভোটে জয়ী..
বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ছয়টিসহ মোট ১৭টি হল আছে। প্রতিটি হল সংসদে পদ ১৫টি। হল সংসদ নির্বাচনে কোনো হলে পূর্ণাঙ্গ, আবার কোনো হলে আংশিক প্যানেল দিয়েছিল ছাত্রশিবির। এর মধ্যে ১৭টি সংসদের শীর্ষ ৫১ পদেই (ভিপি-জিএস-এজিএস) এই প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জিএস ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে লড়ছিলেন শিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের ফাহিম রেজা। নির্বাচনে জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত হয়েছেন তিনি।